বিএনপি নে’তা নজরুলের চি’কিৎসার খ’রচ দিচ্ছেন প্রধানমন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,২২ নভেম্বর : বিএনপির স্থায়ী ক’মিটির সদস্য নজরুল ইসলাম খান বেশ কিছুদিন ধরেই অ’সুস্থ। এখন টুকটাক রাজনৈতিক কর্ম’কাণ্ড করলেও বার্ধ’ক্যজনিত বিভিন্ন রো’গে ভু’গছেন তিনি। এ মাসের শুরুতে এক সভায় গিয়ে তিনি আক’স্মিকভাবে অ’সুস্থ হয়ে পড়েন।*
*সং’শ্লিষ্ট সূ’ত্র বলছে, নজরুল ইসলাম খানের অসুস্থ’তার বিষয়টি প্রধানমন্ত্রীর নজ’রে এসেছে। প্রধানমন্ত্রী নজরুলের চিকিৎসার বিষয়ে খোঁ’জ-খবর নেওয়ার জন্য তার একজন ব্যক্তিগত কর্মক’র্তাকে দা’য়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই এই চিকিৎসার ব্য’য়ভার বহন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘ’নিষ্ঠ সূ’ত্র নিশ্চিত করেছে।*

*গত ৫ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির প্র’য়াত স’দস্য তরিকুল ইসলামের মৃ’ত্যুবার্ষিকী উপলক্ষে এক আ’লোচনা সভায় গিয়ে অ’সুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে রাজধানীর ইউ’নাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।*
*প্রসঙ্গত যে, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকি’ৎসার দা’য়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ ও সহযোগীতায় সিঙ্গা’পুরে ফখরুল চি’কিৎসা নিয়েছিলেন বলে জানা যায়।*

*কোনো ম’হলের অপ’প্রচারে বি’ভ্রান্ত না হতে আহ্বান প্রধানমন্ত্রীর*
*অন্ধকারকে পিছনে ফেলে আলোর দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় কোনো মহ’লের অপ’প্রচারে বিভ্রা’ন্ত না হতে সকলের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেতাবপ্রাপ্ত মুক্তি’যোদ্ধা, তাদের উত্তরাধিকারগণকে ও ২০১৮-২০১৯ সালের স’শস্ত্র বা’হিনীর শান্তিকালীন সে’না, নৌ, বিমান বা’হিনীর পদ’কপ্রাপ্ত সদস্যদের সংব’র্ধনা প্র’দান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।*

*শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং’সম্পূর্ণ দেশ। দেশের মানুষ ভালো আছে। তারপরও একটি গো’ষ্ঠী চাল নেই, লবণ নেই বলে অপপ্র’চার চালাচ্ছে। মানুষের মধ্যে বিভ্রা’ন্তি সৃ’ষ্টি করতে চাচ্ছে। যাহোক এসব মো’কাবিলা করে আমাদের চলতে হবে।’*
*সশ’স্ত্র বা’হিনী দিবস উপল’ক্ষে প্রধানমনন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনা’নিবাসের আ’র্মি মাল্টিপা’রপাস কমপ্লে’ক্সে বীর’শ্রেষ্ঠদের উত্ত’রাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাব’প্রাপ্ত মুক্তি’যোদ্ধা ও তাদের উত্তরা’ধিকারীদের সং’বর্ধনা জানান।*

*এছাড়া প্রধানমন্ত্রী ৯ জন সে’না, ২ জন নৌ এবং ৩ জন বিমা’নবাহিনী সদস্যকে ২০১৮-২০১৯ সালের শান্তিকালীন প’দকে ভূ’ষিত করেন।*
*অনুষ্ঠানে মুক্তি’যুদ্ধ বিষয়কমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরা’পত্তা উপদেষ্টা, সে’নাবাহিনী প্রধান, নৌ’বাহিনী প্রধান, বি’মানবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচি’ব, স’শস্ত্র বা’হিনী বিভাগের প্রিন্সি’পাল স্টা’ফ অফি’সার (পি’এসও), প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সাম’রিক স’চিব, প্রে’স স’চিব ও প্রতি’রক্ষা সি’নিয়র স’চিব, মুক্তি’যুদ্ধ বিষয়ক মন্ত্র’ণালয়ের সচি’বসহ বেসা’মরিক ও সা’মরিক কর্মক’র্তারা উপস্থিত ছিলেন।*