বিমানে, ট্রেনে, ট্রাকে, বাসে করে পেঁয়াজ আসছে: পরিকল্পনামন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,১৭ নভেম্বর : বিমান ছাড়াও ট্রেন, ট্রাক, বাসে করেও পেঁয়াজ আসছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল শনিবার দুপুরে সিলেটের আম্বরখানায় অটিজম শিশুদের জন্য বিশেষায়িত একটি স্কুলের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। বর্তমান বাজারে এর অস্বাভাবিক দাম বাড়ায় সবার কষ্ট হচ্ছে। দাম স্বাভাবিক করতে সরকার যেভাবেই পারছে সেভাবেই পেঁয়াজ আমদানি করছে। বিমানে, ট্রেনে, ট্রাকে, বাসে সবকিছু দিয়েই পেঁয়াজ আনা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সরকারে আছি, আমরাও পেঁয়াজ খাই। আমরাও পেঁয়াজের জন্য কষ্ট পাচ্ছি।’

এম এ মান্নান বলেন, ‘পেঁয়াজের বর্তমান বাজার দর নিয়ে সরকার চিন্তিত, তবে শিগগিরই এর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অচিরেই বাজার নিয়ন্ত্রণে আসবে।’ বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট সক্রিয় থাকলে এদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মন্ত্রী।