মধ্য আফ্রিকার দেশ চাদের একটি দ্বীপে পৃথক তিনটি আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৮০ জন। শনিবার দেশটির লেক চাদ দ্বীপে এ হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করে রাখার মধ্যেই নাইজেরিয়ার সীমান্তবর্তী লেক চাদে এই হামলা হলো।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারামের হাত থেকে বেশ কিছু এলাকা সরকারের নিয়ন্ত্রণে নিতে সহায়তা করেছিল চাদ। পশ্চিমা শিক্ষাবিরোধী এই জঙ্গি সংগঠনটির হাত থেকে বাঁচতে এবছর কয়েক হাজার মানুষ দেশটির মূল ভূখণ্ড থেকে দ্বীপটিতে গিয়ে আশ্রয় নিয়েছিল।