অপরাধী নিজ দলের হলেও ছাড় নেই : প্রধানমন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,২৭ অক্টোবর : অপরাধী নিজের দলের হলেও কোন ছাড় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।  তিনি বলেন, ‘যতদিন দায়িত্বে আছি আমার সাধ্যমতো চেষ্টা করে যাবো।’শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হোটেল হিলটন বাকুতে আজারবাইজানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চলমান দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এরইমধ্যে দুর্নীতি, মাদকের বিরুদ্ধে অভিযান করেছি। এ অভিযান অব্যাহত রয়েছে। খুব ভালো ফল পাচ্ছি আমরা।’শেখ হাসিনা বলেন, ‘আইন তার আপন গতিতে চলবে। আমার দলের কেউ যদি কোনো অপরাধ করে সঙ্গে সঙ্গেই শাস্তি পায়। কারণ অপরাধী অপরাধীই। আমি অপরাধীকে অপরাধীর চোখেই দেখব।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যে পরকে শিক্ষা দিতে হলে আগে নিজের ঘর থেকে শুরু করা উচিত। আমি কিন্তু এখন তাই করছি।’এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (আজারবাইজানে দায়িত্বপ্রাপ্ত) এম আল্লামা সিদ্দিকী।