ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আদালত প্রতিনিধি,১১ সেপ্টেম্বর : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হয়নি। জামিন আবেদনটি ফেরত নিয়েছেন তার আইনজীবী।বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদালত খালেদা জিয়ার জামিন প্রশ্নে কোনো আদেশ দেননি।
একপর্যায়ে খালেদার আইনজীবীরা জামিনের আবেদনটি ফেরত নিয়ে নিলে হাইকোর্ট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়।আদালতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। আরও উপস্থিত ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, সগীর হোসেন লিয়ন প্রমুখ।দুর্নীতি দমন কমিশনের ( দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।গত বছরের ৩০ অক্টোবর সংশ্লিষ্ট বিচারিক আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছর কারাদণ্ড দেন।এ মামলায় এর আগে হাইকোর্টের নিয়মিত একটি বেঞ্চে জামিনের আবেদন নামঞ্জুর হলে গত সপ্তাহে জামিনের জন্য ফের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে রয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন তিনি।