বকেয়া বেতনের দাবিতে মাঝরাতে পোশাক কারখানায় বিক্ষোভ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাভার প্রতিনিধি,১১ আগস্ট : বেতন-বোনাস পরিশোধ না করায় সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ঈদুল আজহার আগে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তা না দিয়ে মালিকপক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন শ্রমিকরা।শনিবার মধ্যরাতে আশুলিয়ার জিরাবো নামাপাড়ায় অবস্থিত মাহদি নিট ডিজাইন লিমিটেড কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় কারখানার শ্রমিকদের।

শ্রমিকরা জানায়, গত জুলাই থেকে এক মাস ২০ দিনের বেতন-ভাতাসহ ওভারটাইমের টাকা বকেয়া রয়েছে তাদের। ঈদের ছুটির আগেই সেই টাকা পরিশোধের কথা থাকলেও শেষ পর্যন্ত তা না দিয়েই লাপাত্তা হয়ে যায় মালিক পক্ষ। এদিকে শ্রমিকরা বেতনের টাকা হাতে নিয়ে ঈদের আগে বাড়ি ফিরে যেতে চান। সে কারণে বেতন না পাওয়া পর্যন্ত কারখানায় অবস্থান নিয়েছেন তারা।শনিবার বিকেলে বেতন দেওয়ার কথা থাকলেও কারখানার মালিকপক্ষ শ্রমিদের বেতন না দেওয়ায় শ্রমিকরা সন্ধ্যা থেকেই কারখানার ভেতরে অবস্থান নিয়ে বেতন-ভাতার দাবিতে আন্দোলন শুরু করে।