ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কক্সবাজার প্রতিনিধি,২৯ জুলাই : কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ সোমবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবদুর রহমান (৪২) ও ওমর ফারুক (৩১)।র্যাব-২ ঢাকার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, র্যাবের কাছে খবর ছিল টেকনাফ থেকে ইয়াবার বড় একটি চালান ঢাকায় পাচার করা হবে। এর ভিত্তিতে সোমবার ভোর রাতে র্যাবের একটি দল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। ভোর রাতে টেকনাফের দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে র্যাব সদস্যরা থামার সংকেত দেয়। তখন ওই গাড়ি থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাবও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ওই গাড়িতে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।তিনি বলেন, ওই প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি পেয়েছে র্যাব।আবদুর রহমানের বিরুদ্ধে মাদক আইনের ১২টি এবং ওমর ফারুকের বিরূদ্ধে ৮টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।