চান্দিনায় ছেলে ধরা নামে গণপিটুনী প্রতিরোধে পুলিশের ভূমিকা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চান্দিনা প্রতিনিধি,২৪ জুলাই : পদ্মা ব্রীজের জন্য ছেলে ধরা নামে গুজব সন্দেহে কেউ যেন কাউকে গণপিটুনী বা হত্যা করতে না পারে সে দিকে তীক্ষ্ম নজর রাখতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন কুমিল্লার চান্দিনা থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল ফয়সল।

তিনি গতকাল মঙ্গলবার দুপুরে চান্দিনা থানা ক্যাম্পাসে উপজেলার ১১৭ জন গ্রাম পুলিশদের নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন , আপনারা যার যার ওয়ার্ডের সকল শ্রেণির জনগণকে এ গুজব পরিহার করতে এবং সন্দেহকারীর উপর নিজের হাতে আইন না তুলে, পুলিশের হাতে তুলে দিতে বলেন। তিনি আরো বলেন কাউকে সন্দেহ হলে দ্রুত ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানাবেন।