ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০১ জুলাই : ব্যক্তিগত কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি পুলিশের আলোচিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।ঘুষ কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে আজ সোমবার সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক।
কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় চেয়ে গতকাল রবিবার দুদকের অনুসন্ধান কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন ডিআইজি মিজান। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘ব্যক্তিগত কারণে আমার সময় প্রয়োজন। পরবর্তী যে কোনো সময় বক্তব্য দিতে আপত্তি থাকবে না।’দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে, আজ বিকেলে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে সংস্থাটির বরখাস্তকৃত পরিচালক এনামুল বাছিরকে। গত ২৪ জুন তাদের তলব করে নোটিশ দেওয়া হয়েছিল।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার আসামি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। মিডিয়ায় বিষয়টি ফাঁস হওয়ার পরপর এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও পরিচালক এনামুল বারবার দাবি করেন, রেকর্ডকৃত বক্তব্যে তার কণ্ঠ নকল করে বানানো। আর এসব অভিযোগ খতিয়ে দেখতে পৃথক অনুসন্ধান টিম গঠন করে দুদক।দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লার নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন। টিমের অপর সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও সালাহউদ্দিন আহমেদ। এরই মধ্যে টিম সাক্ষী হিসেবে ইমরান হোসেন সুমন নামের এক সাংবাদিকের বক্তব্য নিয়েছে টিম।২০১৮ সালের ৩ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রথমে অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী; পরে এই দায়িত্ব পান এনামুল। পরে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পান দুদকের আরেক পরিচালক মো. মঞ্জুর মোরশেদ। গত ১২ জুন তাকে নিয়োগ দেওয়া হয়।এরই মধ্যে ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদেরর তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদের অভিযোগ স্ত্রী, ভাই ও ভাগ্নেসহ ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।মামলার পরের দিন ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বরখাস্ত করা হয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।