চট্টগ্রাম বন্দরে জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষ, চ্যানেল বন্ধ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি,১৪ জুন : চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে কনটেইনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে।এ কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।শুক্রবার (১৪ জুন) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে আনা হচ্ছিল কনটেইনারবাহী জাহাজ এমভি এক্সপ্রেস মহানন্দা। এ সময় এমটি বুরগান নামের অয়েল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর টাগবোটের সহায়তায় কনটেইনার জাহাজটিকে চট্টগ্রাম ড্রাইডকে নিয়ে যাওয়া হয়। অয়েল ট্যাংকারটি ৭ নম্বর ডলফিন জেটিতে রাখা হয়েছে।বন্দর সচিব ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ওমর ফারুক বলেন, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে হচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।ক্ষতিগ্রস্ত হলেও কোনো জাহাজ ডোবেনি। বন্দরের পাঁচটি টাগবোট দিয়ে জাহাজ দুটোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ কারণে চ্যানেল দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।