ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,৩০ মে : টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু ভোরেই দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়াল পরিদর্শনের মাধ্যমে দিনটি শুরু করছেন মোদি।
স্থানীয় সময় সকাল ৭টায় গান্ধী মেমোরিয়ালে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু সময় অবস্থান করেন তিনি।এর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ীর সমাধিতে যান তিনি। শ্রদ্ধা জ্ঞাপনের সময় মোদির সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ্, বিজেপি নেতা রবি শঙ্কর প্রাসাদ, মানেকা গান্ধী, স্মৃতি ইরানিসহ বিজেপি ও এনডিএ জোটের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর পর মোদি দিল্লির ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান। এখানে বিভিন্ন যুদ্ধে ভারতের নিহত সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্যালুট জানান তিনি। ভারতের রাজধানীর ওই তিনটি স্থানে মোদির ভ্রমণের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, বিভিন্ন স্থাপনা ও ভবনের ওপরে স্নাইপার মোতায়েন করা হয়েছিল বলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এর জন্য বিশাল আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধিদের পাশাপাশি যুদ্ধে নিহত সৈনিকদের পরিবার-পরিজনদের সামনে এই শপথ গ্রহণ হবে। মন্ত্রিসভার মুখ নিয়ে চলছে শেষবেলার আলোচনা।নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭টায় শুরু হবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান। নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও শপথ নিতে পারেন বলে জানা গেছে। অনুষ্ঠানে সাড়ে ৬ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন রাজ্যে ‘খুন হওয়া’ বিজেপির নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও রয়েছেন। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন-বিমসটেক’-এর সদস্যভুক্ত দেশগুলোর নেতারা। ভারত ছাড়াও বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। এ ছাড়া কিরগিজস্তান গণপ্রজাতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে নয়াদিল্লি পৌঁছেছেন।মোদি হলেন প্রথম বিজেপি নেতা, যিনি প্রথমবার ৫ বছরের মেয়াদ পূর্ণ করে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। এর আগে এই কৃতিত্ব ছিল দুই কংগ্রেস নেতা জওহরলাল নেহরু ও তার মেয়ে ইন্দিরা গান্ধীর। মোদির আগে অটলবিহারি বাজপেয়ি পরপর দুবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও তার প্রথমবারের মেয়াদ ছিল মাত্র ১৯ মাস।৭ দফায় অনুষ্ঠিত ভারতের জাতীয় নির্বাচনের ফলাফল ২৩ মে প্রকাশ করা হয়। বিপুল জয় নিয়ে ফের ক্ষমতায় আসে বিজেপি।