ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০৪ মে : ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আরও ৫ থেকে ৬ ঘণ্টা অবস্থান করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দিন আহমেদ। এ সময় ফণী বাংলাদেশের মধ্যাঞ্চলের স্থলভাগ অবস্থান করবে এবং সর্বশেষ দেশের উত্তরভাগে চলে যেতে পারে।আজ শনিবার সকাল ১০টার দিকে ‘ফণী’ নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের গণমাধ্যমকে ব্রিফকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখন ফণী খুলনা-সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকা থেকে সরে উত্তর, উত্তর-পূর্ব দিকে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার এবং এটি উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।শামছুদ্দিন আহমেদ বলেন, তিনি বলেন, অগ্রসর হয়ে চুয়াডাঙ্গা, রাজবাড়ী, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চলের দিকে যাচ্ছে। এটি অবস্থান করবে আরও ৫-৬ ঘণ্টা। এ সময়ে এসব অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। তার পর এটি ভারতের দিকে চলে যাবে।তিনি বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আগেই প্রচণ্ড ঝড়ো বাতাসে নোয়াখালী ও বরগুনায় হতাহতের ঘটনা ঘটেছে। আর তা ঘটেছে সাধারণ মানুষ সংশ্লিষ্ট এলাকার আশ্রয়কেন্দ্রগুলোয় আশ্রয় না নেওয়ার কারণে।শামছুদ্দিন আহমেদ বলেন বলেন, ছোটখাটো বিভিন্ন ঘটনা আমাদের অসর্তকতার জন্য ঘটতেই পারে। আমরা সবদিকে সতর্কতামূলক অবস্থানে আছি এবং সব প্রস্তুতিও আছে। তবে উড়িষ্যার মতো অবস্থা বাংলাদেশে হয়নি।
তিনি আরও বলেন, ‘আমরা মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। ট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং কক্সবাজারকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছি।’ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, ঘূর্ণিঝড় বাংলাদেশে প্রবেশের কারণে বরিশালে বাতাসের একটানা গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৭৪ কিলোমিটার এবং চাঁদপুরে ১২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজশাহী ও রংপুরে ভারি বৃষ্টিপাত হয়েছে। ময়মনসিংহ, সিলেট অঞ্চলেও ভারি বৃষ্টিপাত হতে পারে।গতকাল শুক্রবার সকাল থেকে ভারতের ওডিশা রাজ্যে ‘ফণী’র তাণ্ডব শুরু হয়। সেখানকার পুরী উপকূলে প্রায় ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। সেখানে ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।