মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কে গণসংবর্ধনা

SHARE

 ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,২৯ এপ্রিল : (২৭-০৪-১৯ইং)শনিবার সন্ধ্যায় লুটেরচর গ্রামবাসীর পক্ষ থেকে বিরাট গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেণ।
জনাব, আবদুল গাফফার হাউদ(সহ-সভাপতি মেঘনা উপজেলা আওয়ামীলীগ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আবদুল আউয়াল সরকার (সভাপতি কুঃ উঃ আওয়ামী)
এছাড়াও উপস্থিত ছিলেন লুটেরচর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

উল্লেখ নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার সাহেব বলেন, লুটেরচর সহ সমস্ত মেঘনাবাসী আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের ঋণ শোধ করতে পারবোনা। আমি লুটেরচর সহ সমস্ত মেঘনাবাসীকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
এছাড়াও জনাব আবদুল আউয়াল সরকার (সভাপতি কুঃ উঃ আওয়ামী) বঙ্গবন্ধুর সৃতিচারণ করে বক্তব্য রাখেন।