ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,২৪ এপ্রিল : শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ দেশে আনা হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সঙ্গে একাত্ম হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জায়ানের নানা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় ভিড় করছেন রাজনীতিবিদসহ নানা শ্রেণিপেশার মানুষ।
নানা বাড়িতে ফিরেছে জায়ান। তবে তার হাসিতে আর মুখর হবে না বনানীর এই বাড়ি। অন্য দেশের মাটিতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মাত্র ৮ বছর বয়সে চলে যেতে হলো জায়ানকে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা পৌনে একটায় শ্রীলঙ্কা থেকে জায়ানের মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। তার মরদেহ গ্রহণ করেন নানা শেখ সেলিম।
শোক জানাতে দুপুরে শেখ সেলিমের বাসায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত স্বজনদের সঙ্গে সময় কাটান তিনি। সান্ত্বনা জানাতে বনানীর বাসায় ভিড় করছেন সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে জায়ানকে।
গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন জায়গায় সিরিজ বোমা হামলা। এ হামলায় এখন পর্যন্ত সাড়ে তিনশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।