বিজিএমই ভবন সিলগালা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,১৭ এপ্রিল : রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর বহুতল ভবনটি সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর কর্মকর্তারা উপস্থিত থেকে মূল ফটকে তালা লাগিয়ে তাতে সিলগালা করেন।

বিজিএমইএ ভবন সিলগালা করার বিষয়টি নিশ্চিত করে রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান বলেন, ‘আজকে আমরা ভবন সিলগালা করলাম। আমাদের আজকের কার্যক্রম স্থগিত।’

অলিউর রহমান আরও বলেন, ‘ভবনের অধিকাংশ মালামাল অপসরণ করা হয়েছে। যে মালামালগুলো রয়ে গেছে তা সরিয়ে নিতে রাজউকের কাছে আবেদন করতে হবে। রাজউক অনুমতি দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের মালামাল সরিয়ে নিতে পারবে। তবে অনুমতি ছাড়া কেউ ভবনে প্রবেশ করতে পারবেন না।’

রাজউকের পরিচালক বলেন, ‘মালামাল সরানোর জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে হয়ত রাজউকের কাছে আবেদন করতে পারে। আমার মনে হয়, রাজউক হয়ত একদিন সময় দেবে।’

কবে নাগাদ এই ভবন ভাঙা শুরু হবে জানতে চাইলে অলিউর রহমান বলেন, ‘পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় বিজিএমইএ ভবন ১২ এপ্রিলের মধ্যে ভেঙে ফেলার বাধ্যবাধকতা তৈরি হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন ভাঙার প্রক্রিয়া ‍শুরু করা সম্ভব হয়নি। বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি শেষে মঙ্গলবার ভবন ভাঙার কার্যক্রম শুরু করে রাজউক।