পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে চায় সরকার। এজন্য পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অপরদিকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভীন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
এর আগে গত ২ নভেম্বর পাট অধ্যাদেশ এর একই ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে এক মাস কাঁচা পাট রফতানি বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সঠিক বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রফতানি বন্ধ রাখা হলো।