টেকনাফে ১০২ ইয়াবা কারবারির আত্মসমর্পণ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কক্সবাজার প্রতিনিধি,১৬ ফব্রেুয়ারি : কক্সবাজারের টেকনাফে ১০২ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছেন।আজ শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।এমপি বদির ৩ ভাই, ভাগিনা, ফুফাতো ভাইসহ ৭ জন আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী অনেকের নাম রয়েছে ৭৩ শীর্ষ মাদক কারবারির তালিকায়।স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইয়াবা তুলে দিয়ে আত্মসমর্পণ করেন তারা। এ সময় মাদক কারবারিরা ইয়াবা ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে আত্মসমর্পণকারীদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে মিডিয়াকর্মীসহ সবার উপস্থিতিতে তা ধ্বংস করা হবে বলে জানা গেছে।জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে কক্সবাজার পুলিশের হেফাজতে থাকা শতাধিক ইয়াবা কারবারিদেরকে কড়া পাহাড়ার মধ্যে দিয়ে বাসযোগে অনুষ্ঠানস্থলে আনা হয়।গত বছরের ডিসেম্বর থেকে মাদক নির্মূলে ইয়াবা কারবারিদের স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবে এমন ইঙ্গিত আসে সরকারের শীর্ষ পর্যায় থেকে। এর পর আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।