চট্টগ্রামে ইয়াবাসহ হাফেজ গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি,০৫ ফেব্রুয়ারি : নরসিংদী জেলার সদর উপজেলার মোল্লাবাড়ি এলাকার অহিদ আলীর ছেলে আব্দুল মান্নান (৩৫)। অভাব অনটনের সংসারের বাড়তি খরচ মেটাতে কোরআনে হাফেজ মান্নান শিক্ষকতা ছেড়ে নেমে পড়েন ইয়াবা কারবারে। ইয়াবা গন্তব্যে পৌছে দিতে পারলে প্রতি হাজারে চার হাজার টাকা করে পেতো মান্নান। সে হিসেবে শিক্ষকতা করে যা বেতন পেতেন, কয়েক হাজার ইয়াবা পৌছে দিয়েই পাই তার দ্বিগুন। অতিরিক্ত লাভের আশায় ছেড়ে দেন শিক্ষকতা। তবে তার এই বেশি লাভের কারবারটি বেশিদিন স্থায়ীত্ব হতে দেয়নি চট্টগ্রামের কর্ণফুলি থানা পুলিশ।

গোপন তথ্যে আগে থেকে খবর পেয়ে চট্টগ্রামের কর্ণফুলি থানা শিকলবাহার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় পাচারের জন্য সংগৃহীত ৫ হাজার ৩শ পিস ইয়াবা।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতার কোরআনে হাফেজ আব্দুল মান্নান এক বছর আগেও নরসিংদি জেলার কাঠালিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দি গ্রামের একটি হেফজখানার শিক্ষক ছিলেন। তিনি ওই হেফজখানায় শিশুদের আরবি শিক্ষা দিতেন। তবে সে এখন নিয়মিত ইয়াবা কারবারি।

গোপন একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে মঙ্গলবার সকাল ১১টার দিকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশকে প্রাথমিকভাবে তথ্যে জানা যায়, মান্না ৩০ পারা কোরআনে হাফেজ। বাড়তি আয়ের লোভে আব্দুল মান্নান হেফজখানার শিক্ষকতা ছেড়ে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন। তার দেওয়া তথ্যমতে জানা যায়, ঢাকায় আব্দুল্লাহ নামের এক ব্যক্তির কাছে ইয়াবা পৌছে দেওয়ার কন্ট্রাক্ট নিয়ে মঙ্গলবার ভোরে নরসিংদী থেকে কক্সবাজারে যায়। সেখান থেকে অহিদ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। ওসি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।