ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ জুলাই : নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বসবাসের জন্য অবকাঠামো নির্মাণে ১০ কোটি মার্কিন ডলার অনুদান দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
গত বছর আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে এ পর্যন্ত ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদেরকে কক্সবাজারে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর আবাসন ও অন্যান্য সংকট মেটাতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে।
এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বলেছেন, ‘এডিবির প্রকল্পের এই প্রথম কিস্তি মৌলিক অবকাঠামো ও সেবার জন্য ব্যয় হবে যা ক্ষুধা, রোগ ও বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করবে।’
গত মে মাসে ম্যানিলায় এডিবির বার্ষিক অধিবেশনে রোহিঙ্গাদের জন্য ত্রান সহায়তা চেয়েছিল বাংলাদেশ। ওই এডিবি বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছিল। এডিবির বরাদ্দকৃত এই অর্থ রোহিঙ্গা শিবিরের সড়ক সংস্কার এবং বিতরণ কেন্দ্র, হাসপাতাল, স্কুল ও জরুরি সেবা প্রদান ব্যবস্থা উন্নয়নের জন্য ব্যয় হবে। এছাড়া ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ভূমিধস ঠেকাতে বাঁধ, পানি অপসারণ ব্যবস্থা নির্মাণেও এই অর্থ ব্যয় হবে।
এর আগে স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়োনিষ্কাশন ও সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।