ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

SHARE

full_4_0ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ময়মনসিংহ প্রতিনিধি,০৪ জুলাই : ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জালাল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এসময় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগের ওসি আশিকুর রহমান।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের ভাষ্যমতে, কয়েকজন মাদক ব্যাবসায়ী মাদক ভাগাভাগি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী জালালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক‍্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, নিহত জালাল একজন মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয় ডিবির পক্ষ থেকে।