মেঘনা উপজেলা ছাত্র ও যুবকদের উদ্যেগে জনসভা

SHARE

received_1735545093227303ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,৩০ জুন : মেঘনা উপজেলা ছাত্র ও যুবকদের উদ্যেগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়|হাজার হাজার লোকের উপস্থিতিতে আলোচনা সভাটি জনসভায় রুপান্তরিত হয়ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি কামারুজ্জামান সালাম এর সভাপতিত্বে,
মেঘনা উপজেলা আওয়ামী লীগের- প্রচার ও প্রকাশনা সম্পাদক- এমরান হোসেন আকাশ এর উপস্থাপনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, মেঘনার স্থপতি, মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জননেতা শফিকুল আলম।
সভা উদ্ভোদক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- তাজুল ইসলাম তাজ। আমন্ত্রিত বক্তা হিসেনব বক্তব্য রাখেন ২০ জন যুব ও ছাত্রনেতা।সভায় যুব ও ছাত্রনেতারা বলেন, অন্যায়, অনাচার আর মাদকের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে, এবং শফিকুল আলম শফিক ভাইকে এম, পি বানানোর জন্য, প্রয়োজনে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিবে। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম শফিক ভাই বলেন, সন্ত্রাস, মাদক, জুয়াচোর যে কোন মূল্যে মেঘনা থেকে উৎখাত করা হবে,
কোন থানার দালাল, চোরা কারবারী, ও রাজনৈতিক লেবাস পরে জনগনের সম্পদ ধংশকারীদের মেঘনার মাটিতে ঠাই হবেনা,
এবং যে কোন মূল্যে নৌকা প্রতিক এনে, মেঘনার মানুষকে উপহার দিবেন,
সেজন্য তিনি সকলের সহযোগিতা চান, এবং আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরার আহবান জানান।
মেঘনা উপজেলার যত উন্নয়ন সবই আওয়ামী লীগের উন্নয়ন বলে উনি দাবী করেন।