চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত নেতা গ্রেফতার

SHARE

image-5364-1529580343ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম প্রতিনিধি,২১ জুন : চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ জামাল উদ্দিন (৩৯) নামে এ জামায়াত নেতা এতোদিন পলাতক ছিলেন বলে পুলিশের দাবী।  গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার জামাল উদ্দিন একই এলাকার মরহুম পাঠান বক্সের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া সাতকানিয়া থানার এস আই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে কওচিয়া ইউনিয়নের নিজ এলাকা থেকে জামায়াতের স্থানীয় নেতা জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে গাড়ি ভাংচুর নাশকতা ও অগ্নি সংযোগসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টি মামলা রয়েছে। তিনি এতো দিন পলাতক ছিল।