ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২০ জুন : গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের আদালত স্বীকৃত খুনিরা ক্ষমতায় এলেই লুটপাট চালায়। এই সুযোগ বন্ধ করতে সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
সকাল ১০টার দিকে নগরীর গাজীপুরা এলাকায় প্রচারে নামেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই। ভোটে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও জানান আওয়ামী লীগ প্রার্থী। তিনি সরকার ও স্থানীয় প্রশাসনের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
এদিকে সকালে মাজুখান বাজারে প্রচার চালান বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। গাজীপুরে সরকার একতরফা ভোটের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। গাজীপুর সিটিতে ভোট হবে ২৬ জুন।
এদিকে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যদের সাথে আলোচনায় বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিটি নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন।