ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২০ জুন : গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়িকে গত সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হচ্ছে- গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের আব্দুল হামিদ (৪৫), কামদিয়া ইউনিয়নের মহিষমুরী গ্রামের সজল মিয়া (২২), সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ারুল ইসলাম (২৮) এবং সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ানি সাদেকপুর গ্রামের সাদেকুল ইসলাম (৪০), কাঁশদহ গ্রামের রফিকুল ইসলাম (৪৪), ছোট ভবানীপুর গ্রামের লিমন সরকার (২৫) ও কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার স্বয়নশীল (২৫)।এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার অপর ৩ সাজাপ্রাপ্ত আসামিকে গতকাল সোমবার রাতে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- চক মানিকপুর গ্রামের মর্জিনা বেগম (৩৭), পৌরসভার শিল্পপাড়া গ্রামের আসাদুল ইসলাম (৩৩) ও বুজরুক বোয়ালিয়া এলাকার আরিফ হোসেন (৩০)।গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে আদালত সাজা দিয়েছে।