ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ জুন : বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরির মাধ্যমে ঈদের পর আন্দোলনের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (১৭ জুন) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লাকসামে ফোরলেন সড়ক পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘সিএমএইচ-এর চেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা আর কোথাও নেই। কিন্তু তারা সেখানে যেতে চান না। কেন যেতে চান না? কারণ বেগম জিয়ার স্বাস্থ্য বা চিকিৎসা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
তিনি আরো বলেন, ‘তাদের মাথা ব্যথা হচ্ছে কিভাবে তারা এটিকে ইস্যু বানিয়ে আন্দোলন তৈরি করবে।’