ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৩ জুন : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ঈদ উপলক্ষে কেউ যাতে অতিরিক্ত বাস ভাড়া বা চাঁদাবাজি করতে না পারে সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোবাইল কোর্ট কাজ করছে।
ডিএমপি কমিশনার বলেন, যারাই অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে ডিএমপি মোবাইল কোর্ট।
ঈদে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, আগের বছরের তুলনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা যদি থাকি, চাঁদাবাজ থাকবে না। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পুলিশের পক্ষ থেকে আমাদের টহলকে অনেক জোরদার করব। বিভিন্ন স্টার্টিং পয়েন্টে তল্লাশি চৌকি বসাব, চেকপোস্ট বসাব। বিভিন্ন ইম্পর্ট্যান্ট রাস্তাগুলোকে আমরা কোণ দিয়ে জিগ-জ্যাগ করে দেবো, যাতে সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই সিকিউরিটি গার্ড, পুলিশ, তল্লাশি সবকিছু মিলিয়ে আমরা একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করব।