রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১০

SHARE

full_4ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাঙ্গামাটি প্রতিনিধি,১২ জুন : ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙামাটির নানিয়ারচরে ১০ জন নিহত হয়েছেন।  বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

কোয়ালিটি চাকমা জানান, উপজেলার বড়পুলপাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের ৪ জন এবং হাতিমারা এলাকায় ২ জন মারা গেছেন। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটেছে।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ পাহাড় ধসের ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছেন, তা জানাতে পারেননি।

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেছেন, ‘স্থানীয় সূত্রে আমি ৮ জনের মৃত্যুর বিষয়টি জেনেছি। কিন্তু পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি। তাই নিশ্চিত করেই ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন, তা জানাতে সময় লাগছে।’

পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এ ঘটনার পর থেকে উপজেলায় অধিকাংশ এলাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।