চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

SHARE

cc1107dbb1c246a9093a95ef8df7e78e-5aae1122a6fb1ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ জুন : রাজধানীতে রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত প্রাইভেটকারে দুই নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ধরা পড়ে গণপিটুনি খেয়েছে মাহমুদুল হক রনি নামে এক যুবক। গতকাল শনিবার রাতের এই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মাহমুদুল হক রনি পেশায় জুতা তৈরীর কাচামালের ব্যবসায়ী। পড়াশুনা করেছেন ওয়াল্ড ইউনিভার্সিটিতে আইন বিভাগে। স্ত্রী আর দুই সন্তান আছে তার সংসারে। মান -সম্মানের কথা না ভেবেই নিজের প্রাইভটে কারের মধ্যেই দুই নারীর সাথে অসামাজিক কাজ করতে থাকেন। এরই মধ্যে ফেইসবুকে ভিডিওটি ভাইরাল হয়।

রাজধানীর সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে মোহাম্মদপুরে যানজটে আটকে থাকা একটি গাড়ির ভেতরে নারী কন্ঠের চিৎকার শুনতে পায় আশপাশের মানুষ। পরে তারা গাড়িটি আটকে মেয়েটিকে উদ্ধার করলে সে জানায় তাকে রাস্তা থেকে তুলে ধর্ষণের চেষ্টা করছিলো ওই যুবক।

ঘটনার সময় গাড়ী চালক পালাতে সক্ষম হলেও মুল অভিযুক্ত মাহমুদুল হক রনিকে শেরে বাংলা নগর পুলিশ আটক করে।

এঘটনায় দুই নারীর নাম পরিচয় পেলেও ঘটনার মুল কারন অনুসন্ধান করছে পুলিশ।