কানাডার পথে প্রধানমন্ত্রী

SHARE

full_1ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আন্তর্জাতিক প্রতিনিধি,০৮ জুন : জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডার পথে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাইয়ে যাত্রাবিরতি শেষে টরন্টোর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কানাডার পথে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

পরে স্থানীয় সময় রাত ১০টা দুবাইয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

দুবাইয়ে যাত্রাবিরতি করে স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী কানাডার উদ্দেশ্যে রওনা হন। টরন্টো হয়ে তিনি পৌঁছাবেন কেব্যাকে।

আগামী ৯ জুন অনুষ্ঠেয় জি-সেভেন আউটরিচ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকটি দেশের সরকারপ্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা সরকার।

সফর শেষে ১২ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।