কুমিল্লায় বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

SHARE

full_93f1efb982150ce0da5cbc5e140b36b9ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কুমিল্লা প্রতিনিধি,২২ মে : কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা সদরের অদূরে বিবিরবাজার অরণ্যপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের আটক করতে গিয়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক রূপকুমারসহ অন্তত পাঁচজন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার, একটি পাজারো জিপ, ৫০ কেজি গাঁজা এবং ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধে নিহতরা- কুমিল্লা সদরের শুভপুর এলাকার আলী মিয়ার ছেলে পেয়ার আলী (২৮) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরিফ (২৬)। নিহতরা তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া জানান, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান আসছে গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম ওই এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১টার দিকে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে শীর্ষ মাদক ব্যবসায়ী শরীফ, পিয়ার আলী ও সেলিম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরীফ ও পিয়ারকে মৃত ঘোষণা করেন।