কক্ষপথে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

SHARE

full_bangabandhu-satellite-2-20180521091917ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ষ্টাফ রিপোর্টার,২১ মে : যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের ১০দিন পর তার নিজস্ব কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

সোমবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সন্ধ্যায় মো. সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটটেলাইট কক্ষপথে তার অবস্থান নিয়েছে। তবে এটি স্থির থাকবে না। সারাক্ষণই কক্ষপথে ঘুরতে করতে থাকবে। তবে দুই-চারদিনের মধ্যে স্যাটেলাইটটি স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, আমাদের গ্রাউন্ড স্টেশন থেকে দেখা গেছে স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌঁছে গেছে। এখন এটা সেট হয়ে গেলে সিগন্যাল পাঠাতে থাকবে।