ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৩ মে : শুক্রবার (১১ মে) দিনগত রাত (বাংলাদেশ সময়) ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উৎক্ষেপণ স্টেশন থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরের নিজস্ব কক্ষপথে ছুটে গেলো স্বাধীন বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। সফল উৎক্ষেপনের জন্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘৭৫ সালে মোশতাক ও জিয়া ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানী রাষ্টে পরিণত করতে চেয়েছিল। তারা বাংলাদেশকে ‘বাংলাস্থান’ বানাতে চেয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরে সেই যুদ্ধাপরাধীদের বিচার করলেন। সংবিধান সংশোধন করলেন। সমুদ্র বিজয় করলেন। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর করার ঘোষণা দিলেন। আর গতকাল রাতে মহাকাশে স্যাটেলাইটন উড়ালেন। যার স্যাটেলাইটের দুই ডানায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা রয়েছে।
পদ্মাসেতু,বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রো রেল সিস্টেম,এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র,কর্ণফুলি টানেল,ভারতের বিরোধীতা সত্বেও চীন থেকে নৌবাহিনীর জন্য অত্যাধুনিক সাবমেরিন,ভারতের বিরুদ্ধে মামলা করে বিনা রক্তপাতে বাংলাদেশের সমান আয়তনের সমুদ্র বিজয়সহ বহু মেঘা প্রজেকট একের পর এক সম্পন্ন করে চলেেছ। টাইমস, ফোরবেইস এর মত বিশ্বসেরা মিডিয়া আজ শেখ হাসিনা । হার্ভার্তের মত বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়,ইতিপূর্বে বাংলাদেশের কোন সরকার প্রধানকে নিয়ে গবেষণা করেনি কিন্তু সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও আজ শেখ হাসিনা আর বঙ্গবন্ধুকে নিয়েও গবেষণা করে। বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো মাদার অফ হিউম্যানিটি,বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী,তৃতীয় সৎপ্রধানমন্ত্রী,গ্লোবাল ওম্যানস লিডার সহ একের পর এক পদক দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কক্ষ বিচ্যুত বাংলাদেশকে সঠিক কক্ষে ফিরে আনলেন। যে কক্ষের কথা চিন্তা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারই কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে না ফিরেলে দেশের উন্নতি হতো না। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়তো না।’ ‘শেখ হাসিনা দেশে না ফিরলে অর্থনৈতিক উন্নতি হতো না। মানুষের জীবনমান বাড়তো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে উন্নয়নের জননী।
স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে বিশ্ববাসীকে একটি বড় আওয়াজ দিতে সক্ষম হলো। যে বাংলাদেশ এখন ৫৭ তম দেশ হিসেবে মহাকাশে আছি। ফলে উন্নত বিশ্বের মতেই বাংলাদেশও জলে-স্থলে এবং অন্তরীক্ষে (মহাকাশে) এই তিনটি স্তরে পৌঁছেছি। এই অওয়াজ দিয়ে জাতিকে কয়েকগুন উপরে নিয়ে গেল।