ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম.চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,১২ মে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে শতভাগ স্কাউটিং ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে ব্রিফিং-এ প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী।
সাংসদ গোলাম রাব্বানী বলেন, বাল্যবিবাহ একটি জাতীয় সমস্যা। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন অনেকাংশে সফল হয়েছে। উপজেলায় বাল্যবিবাহ কমে গেছে। এই ধারাবাহিকতা রক্ষায় শিবগঞ্জ স্টেডিয়ামে ১২ মে শনিবার বিকেলে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাবেশে শিবগঞ্জ উপজেলাকে শতভাগ স্কাউটিং ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে।
সাংসদ বলেন, বাল্যবিবাহ আর হতে দেয়া হবে না। আইনের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি এ ব্যাপারে সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, শতভাগ স্কাউটিং ও বাল্যবিবাহ মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণার মুহূর্তকে ঐতিহাসিকভাবে স্মরণ করার লক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, এ্যান্ড্রু কিশোর, কনক চাঁপা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রমুখ উপস্থিত থাকবেন।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।