যেকোনো পরিস্থিতিতে ভোটে যাচ্ছে বিএনপি

SHARE

bnpওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৫ মে : যেকোনও পরিস্থিতিতে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। সরকারের সঙ্গে সমঝোতা বা কিছুটা ছাড় দিয়ে হলেও ভোটে যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। চেয়ারপারসনের সে বার্তা নিয়েই বিকেলে গুলশান কার্যালয়ে চার ঘণ্টার বৈঠক করেছে নীতিনির্ধারকেরা। এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও।

রোববার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা। আলোচনায় যে কোনও মূল্যে নির্বাচনে যেতে প্রস্তুতির নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন।

দল প্রধানের এই বার্তায়, গুলশানে বৈঠকে বসেন বিএনপির সিনিয়র নেতারা। এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে একই সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তবে প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখার কৌশলও ঠিক করছে বিএনপি।

ভোটের প্রস্তুতির পাশাপাশি চেয়ারপারসনকে মুক্ত করতে শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলেও জানাচ্ছেন দলটির নেতারা।

খালদা জিয়া কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে গেলে ভোটের লড়াইয়ে বিএনপি জনগণের সহানুভূতি পাবে বলেও মনে করছেন দলের নীতিনির্ধারকেরা।