রাজনৈতিক আশ্রয় পেতে পাসপোর্ট জমা দিয়েছেন তারেক: ফখরুল

SHARE

fokrolওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ এপ্রিল : দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, নাগরিকত্ব প্রত্যাহারে নয়, সাময়িক আশ্রয় নিতে তারেক রহমান পাসপোর্ট জমা দিয়েছেন।

তারেক রহমান নাগরিকত্ব প্রত্যাহারের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ায় তিনি এখন আর বাংলাদেশের নাগরিক নন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে যুক্তিহীন এবং বে আইনী বলেন মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নথিতে থাকা অসংগতি তুলে ধরে এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সরকারের ভূমিকায় জনমনে ক্ষোভ বাড়ছে বলেই সরকার তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে জনগনকে বিভ্রান্ত করতে চাইছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।