ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ এপ্রিল : সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, রাজনৈতিক আশ্রয় চেয়ে তারেক রহমানসহ লন্ডনে অবস্থানরত তার পরিবারের সবাই যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট জমা দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বহাল থাকা না থাকার বির্তকের মধ্যেই দল থেকে জানানো হয় তিনি মূলত রাজনৈতিক আশ্রয় নিয়েই যুক্তরাজ্যে অবস্থান করছেন।
যুক্তরাজ্যে তারেক রহমানের অবস্থান আরো পরিস্কার করলেন আইনমন্ত্রী। এসময় সংবিধানের ৬৬ ধারা তুলে ধরে আইনমন্ত্রী জানান, তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারিয়েছেন। কারণ অর্থ পাচার মামলায় তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ১০ বছর কারাদণ্ড হয়েছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তারেক রহমান। সে থেকে তিনি স্ত্রী-সন্তানসহ লন্ডনে অবস্থান করছেন।