এফবিসিসিআইর সাবেক সভাপতির বাড়ি ভাঙচুর

SHARE

10977ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২০ মার্চ : অনুমোদন না থাকায় এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে দিয়েছে রাজউক। সকালে রাজউকের পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

গুলশান ২ এর ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে থাকতেন এ কে আজাদ। অভিযানের শুরুতে, সকালে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের দেয়াল, বারান্দা ও একটি ব্যালকনির কিছু অংশ ভেঙে ফেলা হয়।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত নকশা ছাড়াই বাড়িটি নির্মাণ করা হয়েছে। অভিযানের সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।