ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২০ মার্চ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলায় দেশি আইনজীবীদের সহায়তা করতে লন্ডনের লর্ড কার্লাইল নামে একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, লর্ড কারলাইন আন্তর্জাতিক আইন মেনেই খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দেবেন। দীর্ঘদিন ধরে ব্রিটেনের রাজনীতি ও আইন পেশার সঙ্গে জড়িত। প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসতে পারেন। আমরা (বিএনপি) তাকে পেয়ে আনন্দিত।
বাংলাদেশে খালেদা জিয়ার যে আইনজীবীরা আছেন, তারা কি পর্যাপ্ত নন-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা ঠিক নয়। এটাকে আরও সমৃদ্ধ করার জন্য, আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।