রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশ জালাল নিহত

SHARE

full_mirpur-20171124144134ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২০ মার্চ : রাজধানীর মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন নিহত হয়েছেন। সোমবার রাতে অভিযান চালাতে গিয়ে গোলাগুলির সময় মাথায় গুলি লাগে তার। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মধ্য পীরেরবাগের লাভলি বেগমের বাড়িতে সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে রাত এগারোটায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িটির তৃতীয় তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

পুলিশ পাল্টা গুলি চালালে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে গুলি লাগে জালাল উদ্দিনের মাথায়। সন্ত্রাসী কাউকে ধরতে না পারলেও তিন-চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

গুলিবিদ্ধ জালালকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি।

মধ্য পীরেরবাগের বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলাবাহিনী। প্রয়োজনে আবারো অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।