ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৯ মার্চ : স্ট্রোক করে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন নেপালে বিধ্বস্ত বিমানের নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। চিকিৎসকেরা বলছেন, শোক সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন আফসানা। শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স হাসপাতালে রোববার অস্ত্রপাচার হলেও, তিনি শঙ্কামুক্ত নন।
একমাত্র ছেলে মাহিও বৈমানিক হবেন, এমনই স্বপ্ন ছিল আবিদ সুলতান ও আফসানা খানম দম্পতির। ১২ মার্চ ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্তের পর, মূষড়ে পড়েন প্রধান বৈমানিক আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। তবে ক্ষিণ আশা ছিলো, এ যাত্রায় হয়তো বেঁচে আছেন জীবনের সহযাত্রী।
দূর্ঘটনার পরদিন আবিদের মৃত্যুর ঘোষণা এলেও, তা পুরোপুরি বিশ্বাস করেননি আফসানা। তবে শনিবার ১৭ নিহতের পরিচয় শনাক্তের পর স্বামীর নাম দেখে ভেঙ্গে পড়েন তিনি। পরিবারের কাউকে বুঝতে না দিলেও, রোববার ভোরে অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় নেয়া হয় হাসপাতালে।
হাসপাতালে নেয়ার পর পরই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হয় অস্ত্রপোচার। এখন রাখা হয়েছে আইসিইউতে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আফসানা খানমকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রস্তুতি তাদের আছে।