ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বরিশাল প্রতিনিধি,১৪ মার্চ : বরিশালে ফটো সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনের অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এক এসআইসহ ৮ জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। নির্যাতিত ডিবিসির ক্যামেরাম্যান সুমন জানিয়েছেন, মঙ্গলবার নগরীর বিউটি রোড এলাকা থেকে মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা অপর এক যুবক পালিয়ে যায়। পালিয়ে যাওয়া যুবকটি সুমনের ভাইয়ের ছেলে বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে কথা কাটাকাটি হয় সুমনের। এক পর্যায়ে তাকে রাস্তায় ও ডিবি অফিসে নিয়ে নির্যাতন করে বলে অভিযোগ করেন তিনি। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুমন হাসান।