আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে মঙ্গলবার থেকে ভারতে ব্যান্ডউইডথ-এর পরীক্ষামূলক ট্রান্সমিশন রফতানি করতে যাচ্ছে বাংলাদেশ।
কর্মকর্তারা জানান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ইতোমধ্যেই তাদের তরফ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএসসিসিএল ব্যান্ডউইডথ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, আগামীকাল থেকে তারা ব্যান্ডউইডথ-এর পরীক্ষামূলক ট্রান্সমিশনের জন্য প্রস্তুত।পরীক্ষামূলক ট্রান্সমিশন সফল হলে ৭ ডিসেম্বর থেকে ভারতে আনুষ্ঠানিক রফতানি শুরু হবে।’
কর্মকর্তারা জানান, উভয় দেশ ইতোমধ্যে সংযোগ স্থাপন করেছে। গত ১৬ নভেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর অপটিক্যাল ফাইবার আখাউড়া-আগরতলা সীমান্তের জিরো পয়েন্টে তার প্রতিপক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করে। ব্যান্ডউইডথ গ্রহণের জন্য ভারত তার প্রস্তুতি সময়মত সম্পন্ন করতে না পারায় পরীক্ষামূলক ট্রান্সমিশন বিলম্বিত হয়েছে।