ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,০৭ মার্চ : চিত্রনায়ক ওমর সানী এখন সুস্থ আছেন বলে এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি নিজেই। বুধবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে এক ভিডিওবার্তায় নিজের ফেসবুকে ওমর সানী তার সুস্থতার কথা জানান। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়াও চান।
ভিডিওবার্তায় ওমর সানী বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা দোয়া করবেন যেনো সুস্থ থাকি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, আরও অনেক বিপদ হতো পারতো, আল্লাহর কাছে শুকরিয়া এখন ভালো আছি। আশা করছি, আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব এবং কাজ শুরু করব। আপনাদের দোয়ায় সুস্থ আছি। আশা করছি আরও দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হতে পারি। আমার দুই সন্তান এবং স্ত্রীর জন্যও আপনাদের কাছ দোয়া চাই।’
ওমর সানী এখন শঙ্কামুক্ত। আজ বুধবার যেকোনো সময়ে হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানা গেছে। হার্টে চারটি ব্লক ধরা পড়ায় গত সোমবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওমর সানী। ওই দিন রাতেই তার অস্ত্রোপচার করা হয়।