খুলনায় ৯৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

SHARE

pm-abn_128361ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,খুলনা প্রতিনিধি,০৩ মার্চ :  খুলনায় ২ হাজার ৪১ কোটি টাকার ৯৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর ২টা ৫২ মিনিটে সার্কিট হাউজ ময়দানের জনসভার পূর্বে মঞ্চের পাশে তৈরি করা একটি বোর্ডে সুইচ টিপে তিনি এর উদ্বোধন করেন। ৩টা ৩২ মিনিটে তিনি জনসভায় প্রধান অতিথির ভাষণ শুরু করেন।

প্রকল্পগুলোর মধ্যে ৬৭৫ কোটি ৩৭ লাখ টাকার ৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং ১ হাজার ৩৩৬ কোটি ৪ লাখ টাকার ৫২টি নতুন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধন হওয়া ৪৭টি প্রকল্পের অধিকাংশ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।

৪৭টি নতুন প্রকল্প কাজের উদ্বোধন : ৪৭টি নতুন প্রকল্প কাজের উদ্বোধন করা হয় তার মধ্যে রয়েছে, গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়ক, খুলনা-শ্রীফলতলা-তেরখাদা সড়ক, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, চালনা মোবারক মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবন, খুলনা আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন, খুলনা ইসলামিয়া কলেজের একাডেমিক ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, মহেশ্বরপাশা সরকারি শিশু পরিবার হোস্টেল ভবন, মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ভবন, মেডিক্যাল কলেজের অডিটোরিয়াম ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভবন, তেরখাদা থানা ভবন, রূপসা ফায়ার স্টেশন ভবন, রূপসা-সেনহাটি নদী ফায়ার স্টেশন, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস ভবন, কৃষি বিভাগের অফিস কাম ট্রেনিং অ্যান্ড প্রসেসিং সেন্টার ভবন, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা আরঅ্যান্ডএইচ-বাঁকা জিসি সড়কের কপোতাক্ষ নদের ওপর ব্রিজ, সিটি করপোরেশনের সিআরএইচসিসি ভবন, হাতিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবন, সিমলারআইট খেজুরডাঙ্গা আরএনজিপিএস কাম সাইক্লোন শেল্টার ভবন, দেয়াড়া পশ্চিমপাড়া আরএনজিপিএস কাম সাইক্লোন শেল্টার ভবন, তেরখাদা আব্দুলের মোড় আরঅ্যান্ডএইচ- মাঝিরগাতী জিসি ভায়া কোলা বাজার সড়ক, বটিয়াঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারণ, পাইকগাছা হাবিবনগর মাদ্রাসা মোড় থেকে ডুমুরিয়ার মাগুরখালি-কাঁঠালতলা বাজার পর্যন্ত সংযোগ সড়ক, খুলনা শহীদ মিনার, রেলওয়ে স্টেশন এবং ইয়ার্ড রি-মডেলিং প্রকল্প, জেলা স্টেডিয়াম, পাঁচতলা বিশিষ্ট কয়রা আধুনিক ডাকবাংলো ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কয়রা থানা ভবন, কপিলমুন ইউনিয়ন ভূমি অফিস, শোভনা ইউনিয়ন ভূমি অফিস, জলমা ইউনিয়ন ভূমি অফিস, খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল (বর্ধিতাংশ) এবং একই বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), শহীদ তাজউদ্দিন আহমদ ভবন (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন (বর্ধিতাংশ), আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার (বর্ধিতাংশ) ও খুলনা ওয়াসা ভবন।

৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন : এছাড়া যে ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেগুলো হচ্ছে, খুলনা অংশের খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক, পাইকগাছা কৃষি কলেজ, বটিয়াঘাটা কৃষি কলেজের একাডেমিক ভবন, মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমেজিং ও ডায়াগনস্টিক সেন্টার, মেডিক্যাল কলেজ হাসপতালের এ-ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস ও স্টাফদের পৃথক ডরমেটরি, মেডিক্যাল কলেজ হাসপাতালের বাংকার, সদর হাসপাতালকে ১৫০ বেড থেকে ২৫০ বেডে উন্নীতকরণ, সিভিল সার্জনের অফিস ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক ভবন, দিঘলিয়া উপজেলা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়, এসপি ‘ক’ সার্কেল অফিস, দৌলতপুর থানা ভবন, আর্মড পুলিশ বাটালিয়নের অস্ত্রাগার ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন, ফায়ারিং বার্ট ও অস্ত্রাগার ভবন, জেলা রেজিস্ট্রি ভবন, রূপসা উপজেলা মডেল মসজিদ, আলীয়া মাদ্রাসা মডেল মসজিদ, ডুমুরিয়ার ভদ্রা নদীর ওপর ৩১৫.৩০ মিটার লম্বা পিসি গার্ডার ব্রিজ, বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন ও হলরুম, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন ও লতা ইউনিয়ন ভূমি অফিস, ফুলতলা উপজেলার উচ্চ জলাধার ও পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টি পারপাস হল, ১০তলা বাণিজ্যিক ভবন, টেক্সটাইল ইনস্টিটিউট, জেলা কারাগার, জেলা পুলিশ লাইন, ১০তলা বিএসটিআই আঞ্চলিক অফিস ভবন, আর আর এফ অস্ত্রাগার ভবন, পাইকগাছা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও সাব-রেজিস্ট্রি অফিস,  রূপসা শ্রমকল্যাণ কেন্দ্র পুনঃনির্মাণ ও আধুনিকীকরণ, ওজোপাডিকো লিমিটেডের ১৫তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে ভদ্রা ও সালতা নদী পুনঃখনন, বিএনএস তিতুমীরসংলগ্ন ভৈরব নদীর তীর সংরক্ষণ, শেখ রাসেল ইকোপার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০তলাবিশিষ্ট শহীদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবন, লালন সাঁই মিলনায়তন ও টিএসসি ভবন, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র, সুলতানা কামাল জিমনেসিয়াম ও রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং রূপসা নদীর তলদেশ দিয়ে পাইপ লাইন স্থাপন।