ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৬ ফেব্রুয়ারি : কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন সোনারগাঁও আবাসিক প্রকল্প রুপায়ন হাউজিং প্রজেক্ট হইতে প্লট কিনার জন্য ২৬-১১-২০০২ইং তারিখে দুই লক্ষ টাকা পরিশোধ করে। প্লটের দাম ছিল তিন লক্ষ সাতাশি হাজার পাঁচশত ছাপান্ন টাকা মাত্র। দুই লক্ষ টাকা পরিশোধ করার পর জানতে পারে জমিটি সরকারি অর্পিত সম্পত্তি খতিয়ান ভুক্ত। জমিটি সরকারি অর্পিত সম্পত্তি আদালতের মামলার নিস্পত্তি হওয়ার অপেক্ষায় থাকে। আদালতে সম্পত্তিটির মামলা নিস্পত্তি হওয়ার পর রুপায়নে পাওনা বাকি টাকা পরিশোধের জন্য যোগাযোগ করে। রুপায়নের সংশ্লিষ্ট কর্মকর্তা টাকা গ্রহনে অস্কীকৃতি জানান এবং বরাদ্ধ পত্র বাতিল করা হইয়াছে বলে মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিনকে অবহিত করে। মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন দুই লক্ষ টাকা ফেরত ও ক্ষতিপুরন চাহিয়া রুপায়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলীর বরাবর আবেদন করে। টাকা ফেরত চাইতে রুপায়নের চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য ১৪/১৫ বছর অতিবাহিত করে। রুপায়নের লিগ্যাল এডভাইজার এডভোকেট মোঃ জয়নুল আবেদিন আবেদন পত্রে বিষয়টি সদয় বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছে। কিন্তু রুপায়নের চেয়ারম্যান রুপায়নের লিগ্যাল এডভাইজারকে বৃদ্ধা অঙ্গুলি দেখিয়ে প্রতারনার পথে হাটছেন। (চলবে)