খালেদার কারামুক্ত না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর চলবে: ফখরুল

SHARE

9682ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ ফেব্রুয়ারি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ চালিয়ে যাবে বিএনপি। বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গণস্বাক্ষর অভিযান উদ্বোধন করে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, সরকারের সব নীল নকশা ব্যর্থ করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন দলের নেতা কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার পাশাপাশি দেশের সব জেলায় দলের পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হচ্ছে। এ ছাড়া আগামীকাল সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং মঙ্গলবার জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।

আগামী ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে তাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর মানবন্ধন, বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেছে দলটি।
সৌজন্যে : দৈনিক ইনডিপেন্ডেট টিভি