খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবে অনশনে বিএনপি

SHARE
bnp_125802ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৪ ফেব্রুয়ারি :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত অনশন কর্মসূচি শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ১০ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসুচি শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
২০ দলীয় জোট নেতাদের মধ্যে ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ও এলডিপির শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ অনশনে অংশ নিয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি খালেদা বন্দি হওয়ার পর দুদিনের বিক্ষোভের পর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে এই প্রতীকী অনশনে বসছে বিএনপি।
প্রেসক্লাবের সামনের ফুটপাতে মাদুর বিছিয়ে বসেছেন নেতারা; তাদের বক্তব্যের সঙ্গে স্লোগান দিয়ে যাচ্ছেন কর্মীরা।
অনশনস্থল ঘিরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। রাখা হয়েছে জল কামানের গাড়িও। তবে কোনো ধরনের গোলযোগ শুরুতে ঘটেনি।
উল্লেখ্য, দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি ৫ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।