দুর্নীতিবাজদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : প্রধানমন্ত্রী

SHARE
pm_125832ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৪ ফেব্রুয়ারি :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জঙ্গিবাদে জড়িত থাকা ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। অতীতে নিজের বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলারও তদন্ত হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল পার্ক দ্য প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে এ সংবর্ধনা আয়োজন করে ইতালি আওয়ামী লীগ।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশের উন্নয়ন চাই এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই। যদি আমরা দুর্নীতি, জঙ্গিবাদ ও স্বজনপোষণ বন্ধ এবং নিয়ন্ত্রণ করি তবেই তা করা সম্ভব হবে।
অতীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রত্যেকটি মামলায় তদন্ত পরিচালনা এবং প্রতিবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি বলেছিলাম এসব মামলায় তদন্ত হতে হবে এবং প্রত্যেকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। মামলাটির মেরিট কী ছিল তা দেখতে চাই আমরা।’
প্রধানমন্ত্রী জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলার তদন্ত হয়েছে এবং প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি কোনো মামলা প্রত্যাহার করিনি এবং করতে দিইনি। কেন আমি তা করব? আমি জানি, আমি কোনো দুর্নীতি করিনি।’
পদ্মা সেতু নির্মাণকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংকের অভিযোগের প্রসঙ্গও টেনে প্রধানমন্ত্রী বলেন, হিলারি ক্লিনটন সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তখন পদ্মা সেতু প্রকল্প নিয়ে তার (শেখ হাসিনা) দুর্নাম করার জন্য ড. মোহাম্মদ ইউনূস মরিয়া হয়ে ছিলেন। মার্কিন পররাষ্ট্র দফতর এ ইস্যুতে আমার ছেলেকে তিনবার হুমকি দিয়েছে। পদ্মা সেতু প্রকল্পে যে কোনো দুর্নীতি হয়নি তা কানাডীয় আদালতে প্রমাণ হয়েছে। আমি দুর্নীতি করার জন্য ক্ষমতায় আসিনি। আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় এসেছিলাম, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়।
বিএনপি নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক জিয়া ও কোকো রহমানসহ দলটির নেতাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী হয়েও কালো টাকা সাদা করেছেন। এ টাকা কোথা থেকে এলো।
বিএনপি ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করে বলেও মন্তব্য করে শেখ হাসিনা।
বিএনপি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, জঙ্গিবাদ সৃষ্টি, ২১ আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমার প্রশ্ন আজকে যারা বিএনপি দরদি, আমাদের আঁতেলরাও আছে তারা বলে দুই কোটি টাকার জন্য কে এত মামলা। তা হলে দুর্নীতির করার জন্য একটা সিলিং থাকবে যে এত কোটি পর্যন্ত দুর্নীতি করা জায়েজ। তারা কি সেটা বলতে চায়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হতাকাণ্ডের পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি করেছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রমুখ।