শীতলক্ষ্যায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ড্রেজার ও জেটি

SHARE

narayangonj20180211204943ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১২ ফেব্রুয়ারি :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে তিনটি অবৈধ ড্রেজার, ড্রেজারের ৩০০ ফুট পাইপ, ১০টি বাশের তৈরি জেটি ও ১০টি বালু পাথরের গদি গুড়িয়ে দিয়েছে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। এছাড়া অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালুর ব্যবসা করায় এসময় এক যুবককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী, উপপরিচালক মোঃ শহিদুল্লাহ, সহকারী পরিচালক পারভেজ আহাম্মেদ, শাহআলম, রেজাউল করিম লিটন প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাজস্ব ফাঁকি দিয়ে কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যার পশ্চিম তীরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালুর ব্যবসা চালিয়ে আসছিল আলোচিত ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ছোট ভাই নুরুজ্জামান জজ ও নব্য আওয়ামী লীগ নেতা চুন ব্যবসায়ী আনোয়ার ইসলাম। রোববার দুপুরে পরিচালিত অভিযানে তাদের মালিকানাধীন তিনটি ড্রেজার ও ৩০০ ফুট পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পরে কাঁচপুর ব্রিজের উত্তর দিকে অবৈধভাবে নির্মিত অন্তত ১০টি বাঁশের জেটি উচ্ছেদ করা হয়। অভিযানে ১০টি বালু পাথরের গদি উচ্ছেদ করা হয়। বিকেলে কাঁচপুর ল্যান্ডিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিআইডব্লিউটিএ’র অনুমতি ছাড়াই কাঁচপুর সেতু নির্মাণের দায়িত্বে নিয়োজিত মীর আক্তার কনষ্ট্রাকশনের ফার্মের নামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় আসীফ নামে এক যুবককে আটকের পরে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আল ফালু বাল্কহেডকে ২০ হাজার টাকা, অনামিকা সামিরা নামের বাল্কহেডকে ১৫ হাজার টাকা জরিমানা, হাজী রমিজউদ্দিন বাল্কহেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় দখলদার জহিরের কর্মী আল-আমিনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে জাহাঙ্গীরের গদির জব্দকৃত মালামাল নিলামে ১৫ হাজার টাকায় কিনে নেন নজরুল ইসলাম ওরফে ছোট নজরুল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী  উচ্ছেদ করা হয়েছে। আমাদের  অভিযান চলমান থাকবে।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান,  দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবারও আমাদের অভিযান পরিচালিত হবে।