ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ ফেব্রুয়ারি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলের শেষ পর্যায়ে নয়াপল্টন এলকা থেকে ৪ জনকে আটক করে পুলিশ। এ বিষয়ে রমনা জোনের পুলিশের উপ কমিশনার শিবলী নোমান বলেন, মিছিল শেষে জোনাকী সিনেমা হলের গলিতে দৌড় দেয় কয়েকজন। এসময় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের আটক করে।